সাতক্ষীরা সীমান্ত পথে এবার ফেন্সিডিলের বিকল্প হিসাবে আসছে কোরেক্স সিরাপ সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষ

মে-(ষ্টাফ রিপোর্টার,: পহেলা মে, ক্যালেন্ডারের পাতায় শুধুমাত্র একটি দিন বা তারিখ নয়, শ্রমিকের শ্রম এ

রবিবার, ১০ জুলাই, ২০১১


গাংনীতেফেন্সিডিলসহমাদকব্যবসায়ীআটকওডাকাতীরঘটনাকেকেন্দ্রকরেসংঘর্ষআহত৬
 Sunday, July 10, 2011

মহেরপুর প্রতিনিধি : র‌্যাব- ৬ গাংনী অফিস অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে গাংনী উপজেলার কল্যানপুর গ্রামের ইউনুস আলীর বাড়ি থেকে এসব উদ্ধার করে।
র‌্যাব-৬ গাংনী অফিসের ক্যাম্প অফিসার শেখ জাহিদ জানান, রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ ওই গ্রামের রব্বানী শেখের ছেলে মাদক ব্যবসায়ী আসাদুল হককে আটক করা হয়।
অপরদিকে মেহেরপুরের গাংনীর দূর্লভপুর গ্রামে ডাকাতীর ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় উভয় গ্র“পের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইয়াজুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। এছাড়া অপর গ্র“পের আহতদের মধ্যে আজিজুল হক ও হিরককে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠান হয়েছে।
গাংনী থানার ওসি মতিয়ার রহমান বাংলানিউজকে জানান,গত বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে ওই গ্রামের বিদেশ ফেরৎ আজিজুলের বাড়িতে ডাকাতী সংঘঠিত হয়। ডাকাতীর এঘটনায় আজিজুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় সন্দেহাতীত ভাবে কয়েক জনের নামে মামলা দায়ের করে। মামলাকে কেন্দ্র করে আজ রাত ৮ টার দিকে আজিজুল ইসলাম সহ কয়েকজন স্থানীয় একটি মাচাল (ফরাস) বসে ছিল। এসময় ওই গ্রামের হায়দার আলীর নেতৃত্বে কয়েকজন এসে অতর্কিত হামলা চালিয়ে আহত করে বলে জানিয়েছেন আজিজুলের লোকজন। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন